History, asked by reshaekka396, 2 months ago

মনে করো তুমি প্রাচীন কালে হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ শহর হরপ্পায় গেছো সেখানে গিয়ে তুমি কী কী দেখবে তার একটি চাট্ বানাও​

Answers

Answered by aparnabasak30
54

Explanation:

হরপ্পায় গিয়ে সিটাডেল দেখবো যেখানে অনেক গুরুত্বপূর্ণ বিল্ডিং যেমনি গ্রেট বাথ ( স্নানানাগার ) টাউন হল এসব দেখতে পাবো। স্নানাগার 12 মিটার লম্বা 7 মিটার চওড়া আর তার গর্ত 2.4 মিটার সেখানে একটি সিঁড়ি যেটা দিয়ে আমরা নিচে নেমে যায় ।হয়তো লোকেরা এটা ধার্মিক কারনে ব্যবহার করত। এই স্নানাগারে জলের বাইরে যাওয়া এবং ভেতরে আসার ব্যবস্থা খুবই ভালো ।এবং এখানে যে ইট ব্যবহার হয়েছে সেটা পুরোপুরি ওয়াটারপ্রুফ আর যে জমি সেটা তৈরি হয়েছে জিপসাম প্লাস্টার এবং বিটুমিন দিয়ে। সিটাডেলে শাসকেরা পুরোহিতরা এবং ব্যাপারীরা থাকতো। ছোট ব্যাপারী, শ্রমিকরা লোয়ার টাওনে থাকতো। এটি অন্নাগার হরপ্পাতে পাওয়া গেছে।

নালীর ব্যবস্থা অতিরিক্ত সুন্দর ঢাকা নালী যাতে মাছি বসতে না পারে।

Similar questions