Art, asked by 918617632163, 4 months ago

১.১ সন্দেহ নাই মাত্র। – কোন বিষয়ে কবির কোনাে সন্দেহ নেই?​

Answers

Answered by Anonymous
8

নিম্নলিখিত বিষয়ে কবির কোন সন্দেহ নেই -

  • উদ্ধৃত অংশটি কবি সুনির্মল বসুর রচিত সবার আমি ছাত্র কবিতা থেকে নেওয়া হয়েছে।
  • কবিতার নামানুসারেই এখানে কবি নিজেকে ছাত্র হিসেবে পরিগণিত করেছেন।
  • কবির মতে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড হল একটি বিশাল আকারের পাঠশালা, এবং এই বিশ্বের পাঠশালা থেকে যে শিক্ষা লাভ করা যায় তা কবিকে সারা জীবন ধরেই করে যেতে হবে। এই সারাজীবন ধরে বিশ্বের পাঠশালা থেকে শিক্ষা আহরণের ব্যাপারটি সম্বন্ধে কবি কোন সন্দেহ নেই।
  • মূলত এখানে কবি বোঝাতে চেয়েছেন যে পাঠ্যপুস্তকের বইয়ের পাতার সীমিত জ্ঞানের বাইরেও আমরা আমাদের আশেপাশের পরিবেশ ও প্রকৃতি থেকে শিক্ষা লাভ করতে পারি এবং প্রকৃতিদত্ত এই শিক্ষার পরিমাণ হলো অসীম এবং তা শিখতে সম্পূর্ণ জীবনই পার হয়ে যায়।
Answered by armaanphogat948
0

Answer:

উত্তর: বিরাট খাতা স্বরূপ পৃথিবীর পাতায় পাতায় বর্ণিত বিষয়গুলি কবি যে কৌতূহলে শিখছেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই।

Similar questions