৫. বরফের দেশের পাইনগাছ মরুভূমির পামগাছের স্বপ্ন দেখেছে কেন?
Answers
Answered by
4
Answer:
কবি হাইনরিখ হাইনের লেখা "পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি"কবিতায় পাইন বরফের দেশের গাছ। উল্টোদিকে পাম হয় মরুভূমিতে ।তাদের দুজনের পরিবেশ আলাদা হলেও দুজনেই একা ,সঙ্গীসাথী কেউ নেই তাই তারা পরস্পরের সমব্যথী। সেজন্যই বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে।
Similar questions