India Languages, asked by parijatmukherjee315, 28 days ago

দল বিশ্লেষণ করে মুক্তদল ও রুদ্ধদল চিহ্নিত করাে - ‘সম্ভাষণ।​

Answers

Answered by lilyjasmine364
39

Answer:

সম(রুদ্ধ)+ ভা(মুক্ত)+ ষণ(রুদ্ধ)

HAVE A GOOD DAY!

Answered by Anonymous
0

দল বিশ্লেষণ করে পাই : সম্ভাষণ = সম্ - ভা - ষণ্ (রুদ্ধদল - মুক্তদল - রুদ্ধদল)

উপরিউক্ত দল বিশ্লেষণটিকে ভালভাবে বোঝার জন্য আমাদের দলের দুই শ্রেণীবিভাগ অর্থাৎ রুদ্ধদল ও মুক্তদলের সম্পর্কে আরও তথ্য জানতে হবে।

রুদ্ধদল ও মুক্তদল কি?

  • যে দলের শেষে কোন ব্যঞ্জনধ্বনি থাকে তাকে রুদ্ধদল বলে। যেমন এইক্ষেত্রে - 'সম্' এই দলের শেষে 'ম্' আছে যার উচ্চারণ ব্যঞ্জনধ্বনির সমতুল্য, তাই এটি একটি রুদ্ধদল।
  • যে দলের শেষে কোন স্বরধ্বনি থাকে তাকে মুক্তদল বলে। যেমন এইক্ষেত্রে - 'ভা' এই দলের শেষে 'আ' আছে যার উচ্চারণ স্বরধ্বনির সমতুল্য, তাই এটি একটি মুক্তদল।

অতএব, এইভাবে আমরা সম্ভাষণ শব্দটির দল বিশ্লেষণ (সম্ - ভা - ষণ্) করে, মুক্তদল (ভা) ও রুদ্ধদল (সম্ এবং ষণ্) চিহ্নিত করলাম।

Similar questions