Psychology, asked by shibdutta640, 1 month ago

অকারক পদ কয় প্রকার ও কি কি​

Answers

Answered by soumyakarmajumder
0

Answer:

অ-কারক পদ দুই প্রকার— (১) সম্বন্ধ পদ ও (২) সম্মোধন পদ ।

(১)সম্বন্ধ পদ কাকে বলে :-

বাক্যের ক্রিয়াপদের সঙ্গে যে এক বা একাধিক নামপদের কোনো প্রত্যক্ষ সম্বন্ধ থাকে না, অথচ বাক্যের অন্য কোনো নামপদের সঙ্গে সম্পর্ক থাকে, তাকে বা তাদের বলা হয় সম্বন্ধ পদ।

(২)সম্বোধন পদ কাকে বলে :-

‘সম্বোধন' কথাটির অর্থ হল বিশেষভাবে ডাকা। বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত যেসব নামপদের দ্বারা কারোর কাছে আবেদন বা কাউকে আহ্বান বা সম্বোধন করা বোঝায়, তাদের সম্বোধন পদ বলে।

Similar questions