ছিটকিনিটা আসতে খুলে পেরিয়ে গেলাম ঘর-তার পরবর্তী পরিস্থিতি কবিতা অনুসরনে লেখো?
Answers
Answered by
18
কবি প্রকৃতিপ্রেমিক মানুষ রাতের আকাশে ডাবের মত চাঁদ উঠতে দেখে কবি ছিটকিনিটা আস্তে করে খুলে বাড়ি থেকে বেরিয়ে যান। তার মনে হচ্ছিল ঝিম-ধরা শহরটা যেন থরথর করে কাঁপছে। মিনার কে দেখে মনে হয়েছে যে কেউ দাঁড়িয়ে আছে। দরগাতলা পেরোতে তিন্চিদখেনএকটা উটকো পাহাড় তাকে ডাকছে। লালদিঘির পাড়ে জোনাকিদের দরবার বসতে দেখেন। দীঘির কালো জল, ফুল, পাখিরা সবাই কবি কে বলেন কবিতা সোনাতে । কবি তার পকেট ছড়ার বই বের করে নিজের মনের কথা খুলে বলেন ফুল পাখিদের কাছে।
Similar questions