১. বণিক রাজা কাদের বলা হয় ?
Answers
Answer:
ওরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যান
সুবা বাংলার রাজস্ব আদায় করার জন্য সম্রাট আওরঙ্গজেব কাকে বাংলার দেওয়ান হিসেবে পাঠিয়েছিলেন
পলাশীর যুদ্ধ কবে হয়েছিল
পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল
কত খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল
কত খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত বর্ষ আক্রমণ করেন
প্রথম কবে আহমদ শাহ আবদালী ভারত বর্ষ আক্রমণ করেন
কত খ্রিস্টাব্দে আবদালী দিল্লি ধ্বংস করেন
বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন
বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন
কবে বাংলার স্বাধীন নবাব এর সূচনা হয়
কে ছিলেন ওরঙ্গজেব এর
মুর্শিদকুলি খান মারা যান
Explanation:
I really don't know this language
but I will try it
কোরবানি নায়ক বানজারা সংস পরিবহন করে নিয়ে আসতো সহবাসাগ সন্তানেরা দূরপাল্লার বাণিজ্যে দক্ষ ছিল এরা সুদের করাবার ও করত সন্তানেরাা বেশিরভাগই ছিল হিন্দু তবে মুসলমান বণিকদের কথাতবে মুসলমান বণিকদের কথা জানা যায় বড় বড় বোনের কুষ্টি ছাড়াও অনেক ছোট ফেরিওয়ালা ও ছিল এমনকি সুফি সাধকদের মধ্যেও কেউ কেউ ছোটখাটো ব্যবসা সরাফ দালাল এবং বীমা ব্যবস্থা। এই সবকিছুই নির্ণয় করত বণিক রাজা তাই এদেরকে বলা হত বণিক রাজা বলা হয়। এবং এরা জিনিসপত্রের দাম নির্ণয়ের সঙ্গে সঙ্গে অনেক ছোট ছোট গোষ্ঠী বানিয়েছিল ব্যবসায়ীরা দূরপাল্লার বাণিজ্যব্যবসায়ীরা দূরপাল্লার বাণিজ্যের ঝুঁকি নিয়ে পণ্য পাঠাতে পারতে বীমা ব্যবস্থা সেই সময় ঠিক করা হয়েছিল