World Languages, asked by kirjbarman30, 2 months ago

বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল ---এই কথোপকথন গল্পের ঘটনাকে কীভাবে নিয়ন্ত্রণ করেছে​

Answers

Answered by raykoushik426
74

Answer:

পৃথিবীতে আতিথেয়তার বিষয়ে আরব জাতিই সেরা । এমনকি শত্রু হলেও আরবরা তাকে যথাযোগ্য সমাদর ও সম্মান করেন। গল্পে উল্লিখিত কথোপকথনে , আরব সেনাপতি মুখ বিবর্ণ হয়ে গেলেও। তাদের পূর্বপুরুষ থেকে চলে আসা আতিথেয়তার আদর্শ নীতির দ্বারা মুর সেনাপতি রাত্রিযাপনের উপযুক্ত সেবা পেয়েছিলেন, তাই আরবদের আতিথেয়তা গল্পে উভয় সেনাপতির কথোপকথন গল্পের ঘটনাকে আদর্শরুপে নিয়ন্ত্রণ করেছিলো।

Similar questions