History, asked by Bhaskar4321, 2 months ago

বাস্তিল দূর্গ এর পতনের গুরুত্ব লেখ​

Answers

Answered by siddhi5229
1

Answer:

I-Newz

Posts

বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব

Wednesday, 21 Oct, 10.46 pm

ঐতিহাসিক গুডউইনের ভাষায়, বিপ্লবের অপর কোন ঘটনায় বাস্তিলের পতন এর মতো বহুমুখী ও সুদূর প্রসারী ছিল না| বাস্তিল দুর্গটি ছিল স্বৈরাচারী রাজতন্ত্র ও শোষক সামন্ততন্ত্রের প্রতীক| বিনা বিচারে ধরে আনা ব্যক্তিদের এই বিশাল দুর্গে বন্দী রেখে রাজা ও অভিজাতরা তাদের ক্ষমতা ও কর্তৃত্ব জাহির করতেন| এই দুর্গের পতন রাজতন্ত্র ও অভিজাতদের বিরুদ্ধে জনগণের উল্লেখযোগ্য রায় বলে মনে করা হয়| ফ্রান্সের ইতিহাসে এই দিনটি জাতীয় দিবস হিসেবে পালিত হয়|

বাস্তিলের পতনের পর সম্রাট ষোড়শ লুই জাতীয় পরিষদকে স্বীকৃতি দিতে বাধ্য হন| সম্রাট প্যারিস থেকে সৈন্য অপসারণ করে নেন| অর্থমন্ত্রী নেকারকে পুনরায় নিয়োগ করেন|

বাস্তিলের পতন অভিজাতদের মনে ভীতির সঞ্চার করে| পলিগন্যাক, আটোয়্যাম প্রমুখ অভিজাতরা দেশ ত্যাগ করতে বাধ্য হন| প্যারিসের শাসনভার বুর্জোয়াদের হাতে চলে যায়| তারা প্যারিসে "কমিউন" গঠন করে প্যারিসের পৌর শাসন পরিচালনা করতে থাকে| প্যারিসের অনুকরণে ফ্রান্সের অন্যান্য স্থানে ও অনুরূপ কমিউন বা পৌর পরিষদ গড়ে উঠে| বিপ্লবী ল্যাফায়েৎ এর নেতৃত্বে জাতীয় "রক্ষী বাহিনী" গঠিত হয়| .

বাস্তিলের পতনের সংবাদ গ্রামাঞ্চলেও তীব্র উত্তেজনার সৃষ্টি করে| গ্রামাঞ্চলে কৃষকরা সামন্ত প্রভুদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহী হয়| অনেকে সামন্ত কর দিতে অস্বীকার করে| শেষ পর্যন্ত ফরাসি সংবিধান সভা 4 ঠা আগস্ট 1789 সালে আইন পাশ করে সামন্ত প্রথার বিলোপ ঘটায়| .

Similar questions