India Languages, asked by jharna43d, 2 months ago

অষ্টম শ্রেণি
উত্তরটি বেছে নিয়ে লেখাে :
সেলুকস ছিলেন -গ্রিক সেনাপতি/গ্রিক সম্রাট/মুর সেনাপতি/আরব সেনাপতি।
২ তােইয়ের চাই একটি—সবুজ টিয়া/সবুজ চারাগাছ/সবুজ জামা/চশমা।
১ ‘বাধের ক্রিম সম মাঘের হিমানী’—পঙক্তিটির রচিয়াতা মাইকেল মধুসূদন দত্ত/ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর/ভারতচন্দ্র রায়/
গৌরদাস বসাক।
: ‘আলেম’ শব্দের অর্থ-প্রবর্তক/সর্বজ্ঞ/অভিযাত্রী/সহযাত্রী।
মুরসেনাপতি’ শব্দে দলসংখ্যা-দুই/তিন/পাঁচ/ছয়।
র প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে ।
‘সুখ পাওয়া যায় অনেকখানিকবির মতে সুখলাভের উপায়টি কী?
বন্ধুভাবে উভয় সেনাপতিরকথােপকথনহইতে লাগিল'—এইকথােপকথন গল্পের ঘটনাকে কীভাবে নিয়ন্ত্রণ করেছে?
মহাভারতের কোন চরিত্রটি, কেন অপুর সবচেয়ে ভালাে লাগে?
টিনের বাক্সে অপু কী কী রেখেছিল? এর মধ্য দিয়ে তার চরিত্রের কোন্ দিক ফুটে ওঠে?​

Answers

Answered by zenaidanielo
0

Answer:

Hindi kopo maintindihan hehe sorry po

Answered by Anonymous
2

প্রদত্ত প্রশ্নগুলির উত্তর হল নিম্নরূপ -

  • সেলুকাস ছিলেন গ্রিক সেনাপতি।
  • তোতাইয়ের চাই একটি সবুজ জামা।
  • 'বাঘের বিক্রম সম মাঘের হিমানী' পঙক্তিটির রচয়িতা হলেন ভারতচন্দ্র রায়।
  • আলেম শব্দের অর্থ হলো সর্বজ্ঞ।
  • মুরসেনাপতি শব্দে দল সংখ্যা হল পাঁচ।
  • উদ্ধৃত উক্তিটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া হয়েছে। কবির মতে মানুষ যদি নিজের মনের অহংকার ভাবকে মুছে ফেলে নির্মলভাবে ও মন খুলে আশেপাশের মানুষের সাথে মিশতে পারে তাহলেই সে আস্তে আস্তে সুখ লাভ করতে সক্ষম হবে। অহংকার পূর্ণ মনস্থিতি নিয়ে কখনো সুখ লাভ করা সম্ভব নয় কবির মতে।
  • উদ্ধৃত উক্তিটি বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে কথোপকথন চলছে আরব সেনাপতি এবং মুর সেনাপতির মধ্যে। এই কথোপকথন চলার মাধ্যমেই আরব সেনাপতি জানতে পারেন যে তাঁর পিতার হত্যাকারী আর কেউ নয় সেটি হলো মুর সেনাপতি। কিন্তু মুর সেনাপতি যেহেতু আরব সেনাপতি অতিথি ছিল তাই আরব সেনাপতি তার কোন ক্ষতি করেনি। আতিথেয়তা ধর্মপালনের এমন অদ্ভুত নিদর্শন ওই কথোপকথনের মাধ্যমেই পরোক্ষভাবে বিশ্বচরাচরের সামনে এসেছিল।
  • মহাভারতের কর্ণ চরিত্রটিকে অপুর সবথেকে ভালো লাগতো। তার এই ভালো লাগার কারণ ছিলো, মহাভারতের অন্যান্য চরিত্রে মত কর্ণ ছোটবেলা থেকেই বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পায়নি, সম্মান পায়নি, বরং বঞ্চনার শিকার হয়েছে। বিভিন্ন বঞ্চনার এবং অসীম প্রতিকূলতার মধ্যে দিয়েও কর্ণ মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে অসীম বীরত্বের নিদর্শন দেখিয়েছিল। তাই পরাজিত হওয়া সত্বেও অপু কর্ণকে মহাবীরের আসনে প্রতিষ্ঠিত করেছিল।
  • টিনের বাক্সের মধ্যে ছিল একটি রঙ চটা কাঠের ঘোড়া, একটি টোল খাওয়া টিনের ভেঁপু বাঁশি, কয়েকটি কড়ি, কয়েকটি শুকনো নাটাফল, দুই পয়সা দামের পিস্তল, কয়েক কুচি খাপড়া ইত্যাদি। টিনের বাক্সের মধ্যে এই সকল জিনিস সংগ্রহ করা আর এই ঘটনার মাধ্যমে আমরা অপুর চরিত্রের স্বপ্নবিলাসী ও কল্পনাপ্রবণ দিকটির ব্যাপারে অবগত হতে পারি।

Similar questions