India Languages, asked by sahidul23shaikh, 2 months ago

অনুসরণে লেখাে।
১.৬ ‘খাব না তাে আমি’ – কথাটি ‘বিমলার অভিমান’ কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? কথক কেন বারবার কথাটি
উচ্চারণ করেছে ?​

Answers

Answered by jorgelong1997
18

Answer:

* কবি নবকৃষ্ণ ভট্টাচার্য - এর লেখা " বিমলার অভিমান " নামক কবিতায় "খাব না তাে আমি" কথাটি চারবার ব্যাবহৃত হয়েছে ।

*উল্লেখিত কবিতায় বিমলা নামের একটি ছোট্ট মেয়ে রাগ বা অভিমান করেছে । বিমলার মা, দাদা আর অবনিকে (তার ছোট ভাই) তার থেকে বেশি ক্ষির দেওয়াই তার অভিমান । কিন্তু বিভিন্ন কাজের সময় শুধু বিমলাকে বলা হয়, তাই "খাবো না তো আমি" কথাটি বারবার ব্যাবহৃর করার মধ্যে দিয়ে তার অভিমান প্রকাশ করাই , কথাটি কবিতায় বার বার ব্যাবহার হয়েছে ।

Explanation:

Similar questions