৭, সিদ্ধ / মৌলিক শব্দের দুটি উদাহরণ দাও।
Answers
Answered by
3
Answer:
I don't understand your language
Answered by
1
সিদ্ধ অথবা মৌলিক শব্দের দুটি উদাহরণ হল - তিন,মা।
- বাংলা ব্যাকরণে গঠনগত দিক অনুসারে প্রধানত দুই ধরনের শব্দ দেখতে পাওয়া যায় - ১) মৌলিক শব্দ (সিদ্ধ শব্দ) এবং ২) সাধিত শব্দ।
- এখন যে সকল শব্দকে বিশ্লেষণ করলে আমরা অর্থ সঙ্গতিপূর্ণ নতুন শব্দ পাই না অথবা যে সকল শব্দকে আর বিশ্লেষণই করা যায় না সেই সকল শব্দকে মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দ বলা হয়।
- এই সিদ্ধ শব্দ অথবা মৌলিক শব্দের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি - তিন,চার,হাত,পা,মা,লাল,নীল ইত্যাদি। এই সকল শব্দগুলিকে ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে এই সকল শব্দগুলিকে বিশ্লেষণ করলে আর আমরা কোন অর্থ সঙ্গতিপূর্ণ কোন নতুন শব্দ পাবো না, অর্থাৎ এই সকল শব্দের বিশ্লেষণ সম্ভব নয়।
Similar questions