২. তাই তারা স্বভাবতই নীরব।
বক্তা কে?কাদের সম্পর্কে, কেন তিনি একথা বলেছেন?
Answers
Answered by
11
প্রদক্ত প্রশ্নগুলির উত্তর হল নিম্নরূপ -
- উদ্ধৃত উক্তিটি লেখক সুবিনয় রায়চৌধুরী রচিত পশুপাখির ভাষা গল্পটি থেকে নেওয়া হয়েছে।
- এখানে যে উদ্ধত উক্তিটি রয়েছে তার বক্তা হলেন ক্যাস্টাং সাহেব।
- এখানে ক্যাস্টাং সাহেব বলেছেন যে পোষ্য পশুরা, বন্য পশুদের থেকে বেশী চিৎকার করে। এর প্রধান কারণ হলো, বন্য পশুদের নিজেদের আত্মরক্ষার কথা ভাবতে হয় সব সময়ে। বন্য পশুদের এই প্রাণ বাঁচিয়ে চলার যে প্রবণতা আছে তার কারণেই তারা স্বভাবগত দিক থেকে নীরব হয়ে থাকে।
Similar questions