Geography, asked by riciu742133, 5 hours ago

ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভুমির মধ্যে পার্থক্য নিরুপন করো​

Answers

Answered by ziggler3689
2

Answer:

পশ্চিম উপকূলীয় সমভূমি পূর্ব উপকূলীয় সমভূমি

[১] পশ্চিম উপকূল বেশ সংকীর্ণ, গড়ে ৮০ কি.মি.। [১] পূর্ব উপকূল বেশ চওড়া, গড়ে ১০০ কি.মি.-র বেশি।

[২] উপকূলের দক্ষিণাংশে বালিয়াড়ি (টেরিস) দেখা যায়। [২] উপকূলের প্রায় সর্বত্র বালিয়াড়ি দেখা যায়।

[৩] সমুদ্রপৃষ্ঠ থেকে এই উপকূলের উচ্চতা অনেক বেশি। [৩] সমুদ্রপৃষ্ঠ থেকে এই উপকূলের উচ্চতা কম।

[৪] নদী মোহনাগুলিতে ব-দ্বীপ গড়ে ওঠেনি। [৪] নদী মোহনাগুলিতে বিশাল ব-দ্বীপ গড়ে উঠেছে।

[৫] উপকূল রেখা বেশ ভগ্ন। ফলে স্বাভাবিক সমুদ্রবন্দর বেশি সংখ্যায় দেখা যায়। [৫] উপকূল রেখা তেমন ভগ্ন না হওয়ায় স্বাভাবিক বন্দরের সংখ্যা খুব কম।

[৬] উপকূলে হ্রদ ও উপহ্রদের সংখ্যা বেশি। [৬] উপকূলে হ্রদ ও উপহ্রদের সংখ্যা কম।

[৭] বৃষ্টিপাতের পরিমাণ বেশ বেশি, তবে দক্ষিণ থেকে উত্তরে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমে যায়। [৭] বৃষ্টিপাতের পরিমাণ মাঝারি ধরনের।

[৮] এই উপকূল কৃষিকাজে তেমন উন্নত নয়। [৮] এই উপকূল কৃষিকাজে বেশ উন্নত।

[৯] উপকূলভাগ সংকীর্ণ হওয়ায় যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নত নয়। [৯] উপকূলভাগ চওড়া হওয়ায় যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত।

[১০] এই উপকূলীয় অংশে খনিজ সম্পদ [10 তেমন পাওয়া যায় না। [১০] এই উপকূলীয় অংশ খনিজ সম্পদে সমৃদ্ধ।

[১১] এই অংশ শিল্পে তেমন উন্নত নয়। [১১] এই অংশ শিল্পে সমৃদ্ধ।

[১২] দক্ষিণাংশ ছাড়া এই উপকূলে লোকবসতির ঘনত্ব কম। [১২] এই উপকূলে লোকবসতির ঘনগ্ন বেশ বেশি।

Similar questions