Political Science, asked by sampadhalder52, 1 month ago

যেসব জায়গায় বন্যা বেশি হয়, সেখানে কীভাবে বাড়ি বানানাে দরকার?
তােমার পরিবারের কোনাে বয়স্ক সদস্য ভারী ব্যাগ হাতে বাড়িতে এলেন। সেই সময় তােমার বাড়ির অন্য কোনাে বড়ো
সদস্য উপস্থিত নেই। এক্ষেত্রে তােমার কী করা উচিত?
উল কীভাবে পাওয়া যায়?
তােমার বাবা (আব্বা)-র বােন তােমার কে হন এবং উনি কি তােমার পরিবারের সদস্য না নিকট আত্মীয়?​

Answers

Answered by KakaliRout
0

Explanation:

  1. যেসব জায়গায় বন্যা বেশি হয় সেই সব জায়গায় বাড়ি ঘরগুলাে অনেকটা উঁচু করে বানানাে প্রয়ােজন, যাতে সহজে জল না ওঠে এছাড়া ঘরগুলােতে যে খুঁটি বা পােল ব্যবহার করা হবে সেগুলাে যেন খুব শক্ত হয় এবং চারপাশে গাছ লাগাতে হবে যাতে জলের চাপ খুব বেশি না পড়ে ।
  2. আমি তখন উনাকে প্রথমে চেয়ার বা টুল জাতীয় কিছুতে বসতে দেব,তারপর ঠান্ডা জল বা শরবত জাতীয় কিছু বানিয়ে তাকে খেতে দেব এবং তারপর কিছুক্ষণ বিছানায় শুয়ে আরাম করতে বলবাে।
  3. উল সাধারণত হিমাচল প্রদেশ বা কাশ্মীরের লােকজনেরা ভেড়া বা মেষের লােম কেটে,ভালােভাবে ধুয়ে পরিষ্কার করে এবং তারপর শুকিয়ে উল তৈরি করে।
  4. আমার বাবা (আব্বা) - র বোন আমার পিসি হন ।
  5. উনি আমার পরিবারের নিকট আত্মীয় ।
Similar questions