দুটি পরস্পর মৌলিক সংখ্যার ল. সা. গু কত
Answers
Answer:
আমি এর উত্তর জানি না, আপনার অন্য কাউকে জিজ্ঞাসা করা উচিত
Answer:
ল.সা.গু. হচ্ছে লঘিষ্ঠ সাধারন গুণিতক অর্থাৎ মৌলিক সংখ্যা দুটির লসাগু হবে এমন একটি সংখ্যা ,যে সংখ্যাটি মৌলিক সংখ্যা দুটি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
তাই মৌলিক সংখ্যা দুটির গুণফলই হবে তাদের ল সা গু।
Step-by-step explanation:
যেহেতু বলা হচ্ছে দুটি পরস্পর মৌলিক সংখ্যা, সুতরাং আমরা ধরতে পারি সংখ্যা দুটি হলো ১১এবং১৩, এখন আমরা এর ল.সা.গু নির্ণয় করবো, প্রদত্ত ছবিতে দেখা যাচ্ছে যে ১১এবং ১৩ সংখ্যা দুটিকে কোনো সাধারণ সংখ্যা (কমন সংখ্যা) দ্বারা ভাগ যাচ্ছে নাহ, সুতরাং আমরা প্রদত্ত সংখ্যাদ্বয়ের ল.সা.গু নির্ণয় করতে হলে পরস্পরকে গুণ করে দিতে হবে, আর পরস্পরের গুণফলই হবে এই দুটি মৌলিক সংখ্যার ল.সা.গু।
আমরা একইভাবে যদি অন্য দুটি পরস্পর মৌলিক সংখ্যার ল.সা.গু নির্ণয় করার চেষ্টা করি, তাহলে দেখবো সে ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটবে,, তাই আমরা অবশেষে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি এবং লিখতে পারি এভাবে "পরস্পর দুটি মৌলিক সংখ্যার ল.সা.গু হবে সংখ্যাদ্বয়ের গুনফল"
#SPJ2