উদ্ভিদদেহে বিভিন্ন ধরনের প্লাস্টিডের ভূমিকা উল্লেখ করাে।
Answers
Answered by
3
Answer:
হ্যালো বোন! একটা কথা বলো দিদি। আপনি ইংরেজি বা হিন্দি জানেন না, তাই না? এজন্য আপনি বাংলা ভাষায় কথা বলছেন।
Answered by
23
: উদ্ভিদ দেহে তিন ধরনের ক্লোরোফিল থাকে।
যথা: ক্লোরোপ্লাস্ট ,ক্রোমোপ্লাস্ট ও লিউকোপ্লাস্ট।
এই তিন ধরনের প্লাস্টিড এর ভূমিকা উল্লেখ করা হলো:
ক্লোরোপ্লাস্ট: উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকা ক্লোরোফিল এই প্রক্রিয়ায় প্রধান ভূমিকা গ্রহণ করে।
ক্রোমোপ্লাস্ট: এই ধরনের প্লাস্টিড কমলা, লাল, হলুদ ও অন্যান্য বর্ণের (সুজ বাতীত) রঞ্ক থাকে। এরা ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ফুলের বর্ণ দ্বারা পতঙ্গদের আকৃষ্ট করার কাজ টি এই প্লাস্টিড পরোক্ষভাবে করে থাকে।
লিউকোপ্লাস্ট: এই ধরনের প্লাস্টিড বর্ণহীন হয়। নানা ধরনের খাদ্য সঞ্চয় করা এই প্লাস্টিডের কাজ।
Similar questions