১. একটি বাক্যে উত্তর দাও :
২১ নদীর কথা বললে প্রথমেই তােমার কোন নদীর নাম মনে আসে?
.২ নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই?
নদীতে চলে এমন কয়েকটি যানবাহনের নাম লেখাে।
৯ নদীতে পাওয়া যায় এমন কয়েকটি মাছের নাম লেখাে।
৫ নদীর উপর সেতু তৈরি করা হয় কেন?
Answers
Answered by
1
Answer:
একটি বাক্যে উত্তর দাও :
২১ নদীর কথা বললে প্রথমেই তােমার কোন নদীর নাম মনে আসে?
.২ নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই?
নদীতে চলে এমন কয়েকটি যানবাহনের নাম লেখাে।
৯ নদীতে পাওয়া যায় এমন কয়েকটি মাছের নাম লেখাে।
৫ নদীর উপর সেতু তৈরি করা হয় কেন?
Answered by
10
Answer:
আমার বাড়ি যেহেতু মাতলা নদীর কাছে তাই নদীর নাম শুনলেই আমার মাতলা নদীর কথাই আগে মনে আসে।
নদী থেকে আমরা বিভিন্ন মাছ পাই।খরস্রোতা নদী থেকে জলবিদ্যুৎ উৎপন্ন করা যায়।এছাড়া নদীর কাছাকাছি অঞ্চল খুব উর্বর হয়।
নদীতে নৌকা, স্টিমার,ভুটভুটি,লঞ্চ ইত্যাদি যানবাহন চলে।
নদীতে ইলিশ, লোটে, আমুদে ইত্যাদি মাছ পাওয়া যায় ।
নদীর এক পাড় থেকে অপর পাড়ে যাওয়া ,যোগাযোগ রক্ষা এর একটা মাধ্যম হলো নদী।
Explanation:
Give me a thank you .
Similar questions