Geography, asked by Satish127, 2 months ago

থর মরুভূমি জনবিরল কেন​

Answers

Answered by mohidul89m
25

Explanation:

রাজস্থানের একবারে পশ্চিম দিক বরাবর অবস্থিত এই অঞ্চলটি ভারতের বৃহত্তম মরু অঞ্চল। এর নাম থর মরুভূমি। যতদূর তাকানো যায় শুধু বালি আর বালি। কোথাও বড়ো গাছপালা নেই। খুব ছোটো ছোটো অনিত্যবাহ নদী দেখা যায়। এই নদীগুলিতে সারাবছর জল থাকে না। দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টির জন্য অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে চাষবাস একেবারে হয় না বললেই চলে। তাই এখানে খুব কম মানুষ বসবাস করে।

Answered by trishamistri50
0

Explanation:

রাজস্থানে একেবারে পশ্চিম দিকে অবস্থিত এই মরুভূমির নাম থর মরুভূমি। এখানে জল একেবারে নেই বললেই চলে। তাই এখানে চাষাবাদ প্রায় হয় না। এখানে সেরকম ভাবে মানুষ বসবাস করে না।এখানে কোনো বড়ো গাছপালা নেই। কিছু অনিত্যবহ নদী আছে সেই নদী গুলিতে জল নেই প্রায় শুকনো। এখানে প্রায় ভ্রমণ যাত্রীরা মরীচিকার কবলে পড়ে মারা যান।

Similar questions