রফি সাহেবকে তার গ্রামবাসীরা একজন ভালো মানুষ হিসেবেই জানেন। বিপদগ্রস্ত ও অসহায় মানুষের প্রতি, তার সহায়তার জন্যে এমনটি হয়েছে। কিন্তু নামায, রোযা পালনের ব্যাপারে তিনি একেবারেই আলাদা। একদিন তার বন্ধু মতি তাকে বললেন, বন্ধু তুমি দুনিয়া ও আখিরাত উভয় জীবনেই আশীর্বাদপুষ্ট হতে পারবে যদি সামাজিক কাজের পাশাপাশি আল্লাহর হকও আদায় করো। তাই এ ব্যাপারে সতর্ক হও।
ক. ইকামাতুস সালাত কী? খ. সাওম বলতে কী বোঝ?
গ. ইসলামের পরিভাষায় রফির কর্মকে কী বলা হয়? ব্যাখ্যা করো।
ঘ. দুনিয়া ও আখিরাত উভয় জীবনের সুখের ব্যাপারে মতি সাহেবের দেওয়া বক্তব্যের গুরুত্ব মূল্যায়ন করো।
Answers
Answered by
1
Mr. Rafi is known to his villagers as a good man. This has been done to help the endangered and helpless people. But he is completely different in terms of prayer and fasting. One day his friend Moti said to him, "Friend, you can be blessed in both this world and in the Hereafter if you do social work as well as Allah's right." So be careful about this.
A. What is Iqamatus Salat?
B. What do you mean by fasting?
C. What is Rafi's action called in Islamic terminology? Explain.
D. Evaluate the importance of Mr. Moti's statement about happiness in life both in this world and in the Hereafter.
Explanation:
Hope you like it
plz mark me brainliest
Similar questions