পরবাসী কবে নিজবাসভূমি গড়বে?কবির মনে এমন প্রশ্ন জেগেছে কেন
Answers
Answered by
0
কবির মনে এমন প্রশ্ন জাগার কারণ হল নিম্নরূপ -
- উদ্ধৃত অংশটি কবি বিষ্ণু দে রচিত পরবাসী নামক কবিতা থেকে নেওয়া হয়েছে।
- মানুষ ও প্রকৃতি উভয় উভয়ের পরিপূরক। প্রকৃতির অবদান ছাড়া মানুষের জীবন যেমন অচল তেমনি মানুষ ছাড়া প্রকৃতিও প্রাণহীন।
- কিন্তু এখন মানুষ ধীরে ধীরে নিজের আধিপত্য বিস্তার করার জন্য অবলীলায় প্রকৃতিকে ধ্বংস করে চলেছে এবং ফলে প্রকৃতির ভারসাম্য ক্রমশই নষ্ট হচ্ছে।
- আমাদের নিজস্ব সংস্কৃতিকে ভুলে আমরা যেমন প্রকৃতি ধ্বংসের খেলায় মেতে উঠেছি, সেরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে কবি নিজের দেশের মানুষকেই পরবাসী বলে গণ্য করেছেন এবং আক্ষেপ জাহির করেছেন যে আবার কবে আমরা আমাদের সেই পুরোনো প্রকৃতির শোভামণ্ডিত "নিজের" বাসভূমিকে ফিরে পাবো?
Answered by
5
Answer:
(মানুষ আজ বোবা বনে গিয়েছে। ভীষণই অসহায় যেন, সমগ্র প্রকৃতি তথা নদী, গাছ, পাহাড় আজ অপ্রয়োজনীয়। প্রকৃতি, মানুষ গ্রাম সবই ছিন্নমূল তথা উদ্বাস্তু। প্রকৃতি ও মানুষ আজ এখানে, কাল ওখানে— যেন এক তাবুর বাসিন্দা। সারা দেশে তাঁবু বয়ে বয়ে আর কাহাতক ঘোরা যায়। সুতরাং নিজের দেশেই নিজে পরবাসী, নিজের ঘরেই নিজে বেঘর। কবি কবিতার শেষ চরণে আক্ষেপ করে বলেছেন- পরবাসী কবে তার স্বভূমি গড়ে তুলতে পারবে? বস্তুত, কবি চেয়েছেন চেতনার জাগরণে প্রাণহীন ধূসর এই পৃথিবীকে নবীন প্রাণের সঞ্চারে, সবুজের আবাহনে নবজাতকের বাসযোগ্য করে তুলতে— গড়ে তুলতে বাসভূমিস্বরূপে।
Similar questions