Chemistry, asked by amirhamja200510, 2 months ago

লা-শাতেলিয়ার নীতি কি​

Answers

Answered by ishadey101
0

Answer:

কোনো রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক সাম্যাবস্থায় থাকাকালীন যদি বিক্রিয়ার তাপ, চাপ বা ঘনমাত্রার পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যেন তাপ, চাপ বা ঘনমাত্রার পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়।

Explanation:

I think it will be helpful for u

mark me as brainlist

Answered by nadia0
0

Answer:

লা শাতেলিয়ার নীতি :

#তাপের প্রভাব:

তাপের প্রভাব নির্ভর করে তাপমাত্রার পরিবর্তন এর উপর i.e, বিক্রিয়াটি তাপ উত্‍পাদী কিংবা তাপহারী তার উপর ।

(i) বিক্রিয়াট তাপ তাপহারী হলে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটির সাম্যবস্থা বাম হতে ডান দিকে গিয়ে উত্‍পাদের পরিমান বূদ্ধি করে ।

(ii) বিক্রিয়াটি উত্‍পাদী হলে তাপ বাড়ালে বিক্রিয়াটির সাম্যবস্থা ডান হতে বাম দিকে অগ্রসর হয়ে উত্‍পাদের পরিমান হ্রাস পায় ।

#চাপের প্রভাব:

চাপের প্রভাব নির্ভর করে অনুর সংখ্যা পরিবর্তনের উপর।

অনুর সংখ্যা পরিবর্তনের মান শূন্য হলে চাপের কোন প্রভাব নেই।

আর অনুর সংখ্যা পরিবর্তনের মান

(i) যদি ধনাত্মক হয় , তবে চাপ বাড়ালে বিক্রিয়াটির সাম্যবস্থা ডান হতে বামে অগ্রসর হয়ে উত্‍পাদের পরিমান হ্রাস পায়।

(ii) যদি মান Negative হয় , তবে চাপ বাড়ালে বিক্রিয়াটির সাম্যবস্থা বাম হতে ডানে অগ্রসর হয়ে উত্‍পাদের পরিমান বূদ্ধি পায় ।

Explanation:

hope it will be helpful to you please mark me as brainlist

Similar questions