মুর সেনাপতি শব্দের দল সংখ্যা। উত্তর কি
Answers
Answered by
2
Answer:
5 টি
Explanation:
It is your Answer I hope it is your hulp
Answered by
1
মুরসেনাপতি শব্দে দল সংখ্যা হলো ৫টি।
- বাংলা ব্যাকরণের নিয়মাবলী অনুযায়ী যে কোন শব্দ দুই রকমের দল দ্বারা নির্মিত হয়। সেই দুটি দল হলো - ১) মুক্ত দল এবং ২) রুদ্ধ দল।
- প্রদত্ত শব্দ অতীতেও আমরা মুক্ত দল এবং রুদ্ধ দলের সর্বমোট সংখ্যা গণনা করে আমরা শব্দের সর্বমোট দলের সংখ্যা নির্ণয় করতে পারি।
- এখানে রুদ্ধ দল একটিমাত্রই আছে, সেটি হলো = মুর
- আরে এখানে চারটি মুক্ত দল আছে, সেটি হলো = সে, না, প, তি
- অতএব, মোট দল সংখ্যা হলো = মুক্ত দলের সংখ্যা + রুদ্ধ দলের সংখ্যা = ১+৪ = ৫টি (উত্তর)।
Similar questions