মরু সম্প্রসারন রোদের তিনটি কারন উল্লেখ করো
Answers
Answered by
7
Answer:
(১)বনভূমি তৈরি: মরুভূমির প্রান্ত বরাবর নিবিড় ভাবে বনভূমি গড়ে তুলতে হবে। এমন উদ্ভিদ রোপণ করতে হবে যা মরু জলবায়ু উপযুক্ত। ওই বনভূমি সংরক্ষণ এর ও ব্যবস্থা গ্রামবাসীদের সাহায্য করতে হবে।
(২)পশু চারণ এর বদলে পশু পালন করতে হবে: পশু চারণে মাটি ক্ষয় বারে তাই পশু চারণের বদলে পশুপালন করতে হবে।এতে মাটি ক্ষয় কম হবে।
(৩) জ্বালানীর উৎস সন্ধান: কাঠ কে জ্বালানীর হিসেবে ব্যবহার করে এবং গোবর গ্যাস, ঘুটে, কেরোসিন, এলপিজি ও অন্যান্য পদ্ধতির বা বিকল্প জ্বালানী ব্যবহার করতে হবে যাতে গাছ বেচে যায়।
Explanation:
hope it's help you
Similar questions