Art, asked by dipendu94, 2 months ago

খ) গাঢ় নীল আকাশ মাথার উপর।- নিম্নরেখাঙ্কিত পদটি হল সকর্মক ক্রিয়া/ নাম
বিশেষণ/ বিশেষণের বিশেষণ/ ক্রিয়া বিশেষণ ।​

Answers

Answered by yashpreet5438
7

Answer:

sorry I can't understand this language I am sorry plz write this in eng then I help u

sorry

Answered by Anonymous
4

প্রদত্ত : গাঢ় নীল আকাশ মাথার উপর।

  • এখন আমাদের উপরিউক্ত বাক্যে যে নিম্ন রেখাঙ্কিত পদটি দেওয়া রয়েছে তা কিরকমের পদ তা নির্ণয় করতে হবে।
  • বিকল্পসমূহ হলো : ১) সকর্মক ক্রিয়া, ২) নাম বিশেষণ, ৩) বিশেষণের বিশেষণ, ৪) ক্রিয়া বিশেষণ।
  • এখন এই পদটি অবশ্য ভাবে এই ক্রিয়াপদ হবে না কারণ এটি কোন রকম কার্যসম্পাদন করছে না। তাই সকর্মক ক্রিয়ার বিকল্পটি আমরা বাদ দিলাম।
  • এখন এই পদটি অবশ্যই একটি বিশেষণ পদ হবে এবং এই পদটি বিশেষণের বিশেষণ। কারণ এরপর আরেকটি বিশেষণ রয়েছে যা হল 'নীল'।
  • এখানে 'গাঢ়' বিশেষণ পদটি 'নীল' বিশেষণের গুণাবলী অভিহিত করছে অর্থাৎ একটি বিশেষণ আরেকটি বিশেষণের গুণাবলী অভিহিত করছে। সেই জন্য এটি বিশেষণের বিশেষণ।
Similar questions