৪. অক্ষাংগত বিস্তৃতি ও সমুদ্র থেকে দূরত্ব কীভাবে এশিয়ার জলবায়ুকে প্রভাবিত করে ?
Answers
Answer:
অক্ষাংশ গত বিস্তৃতি :
এশিয়া মহাদেশের বিস্তার ১০° দক্ষিণ অক্ষাংশ থেকে ৭৮° উত্তর অক্ষাংশ পর্যন্ত। তাই নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি ও সুমেরু বৃত্ত এই মহাদেশের উপর দিয়ে প্রসারিত হয়েছে। নিরক্ষ রেখা থেকে যতই মেরুর দিকে যাওয়া যায় ততই সূর্য রশ্মি বাঁকা ভাবে পরে।ফলে বার্ষিক গড় তাযাত্রা কমে যেতে থাকে ফলস্বরূপ এশিয়ার জলবায়ু বৈচিত্র সৃষ্টি হয়েছে।
সমুদ্র থেকে দূরত্ব :
সমগ্র এশিয়া মহাদেশের এক তৃতীয়াংশ সমুদ্র থেকে ১০০০ কিমি দূরে অবস্থিত। সমুদের কাছাকছি কোনোটাই খুব বেশি হয় না অর্থাৎ নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায়।কিন্তু সমুদ্র থেকে দূরে অবস্থিত কোনো স্থানের জলবায়ু চরমভাবাপন্ন হয় শীতকালে প্রচন্ড ঠান্ডা এবং গরমকালে প্রচন্ড গরম হয়।এভাবেই সমুদ্র থেকে দূরত্ব এশিয়া জলবায়ুর বৈচিত্র সৃষ্টি করেছে।
If the answer is correct pls mark me as brainliest and follow me for more answers Thank you so much