এল মানুষ ধরার দল '-তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল?
Answers
Answered by
38
Explanation:
hope it will help for your answer
Attachments:
Answered by
1
তাদের আগমনের আগে আফ্রিকার স্বরুপ ছিল নিম্নরূপ -
কবিতা ও কবি পরিচিতি :
- উক্ত পদ্যাংশটি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা নামক কবিতা থেকে সংগ্রহ করা হয়েছে।
তাদের আগমনের আগে আফ্রিকার স্বরুপ :
- প্রথমে বলে নেওয়ার দরকার যে এখানে "মানুষ ধরার দল" বলতে ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তারকারী অত্যাচারী ইউরোপীয় শাসকদের কথা বলা হয়েছে।
- ইউরোপীয়দের আগমনের আগে আফ্রিকা ছিল নিজস্ব প্রাকৃতিক, সাংস্কৃতিক সম্পদে পরিপুন্ন। তখন হয়তো এদের সাথে তথাকথিত আধুনিক বহির্বিশ্বের সাথে যোগাযোগ ছিল না কিন্তু তাদের নিজস্বতা বজায় ছিল, তাদের স্বাধীনতা বজায় ছিল।
- অর্থাৎ, অল্প কথায় বলতে গেলে ইউরোপীয়দের শোষণের আগে আফ্রিকা ছিল তার নিজস্ব সৌন্দর্য সুন্দর।
অতএব, উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা মানুষ ধরার আদলের আগমনের আগে আফ্রিকার স্বরূপ সম্পর্কে জানতে পারলাম।
Similar questions