Music, asked by crazyqueen57, 2 months ago

আমার পরান যাহা চায়

তুমি তাই, তুমি তাই গো

আমার পরান যাহা চায়।

তোমা ছাড়া আর এ জগতে

মোর কেহ নাই, কিছু নাই গো

আমার পরান যাহা চায়।

তুমি তাই, তুমি তাই গো

আমার পরান যাহা চায়।


তুমি সুখ যদি নাহি পাও

যাও সুখের সন্ধানে যাও (x2)

আমি তোমারে পেয়েছি হৃদয়-মাঝে

আর কিছু নাহি চাই গো

আমার পরান যাহা চায়

তুমি তাই, তুমি তাই গো

আমার পরান যাহা চায়।


আমি তোমার বিরহে রহিব বিলীন

তোমাতে করিব বাস

দীর্ঘ দিবস, দীর্ঘ রজনি,

দীর্ঘ বরস-মাস (x2)


যদি আর কারে ভালবাসো

যদি আর ফিরে নাহি আসো (x2)

তবে তুমি যাহা চাও তাই যেন পাও

আমি যত দুঃখ পাই গো

আমারও পরান যাহা চায়

তুমি তাই, তুমি তাই গো

আমার পরান যাহা চায়।​

Answers

Answered by samarpatra75
3

Answer:

it is a song রবীন্দ্র সঙ্গীত

Similar questions