বন্যপ্রাণীদের রক্ষা করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায় লেখো ।
Answers
Answered by
5
HOPE IT HELPS YOU...
...☺️...
Attachments:
Answered by
3
বন্যপ্রাণীদের রক্ষা করার জন্য নিম্নলিখিত ব্যবস্থাগুলি নেওয়া যেতে পারে -
- প্রথমত আমাদের পশু শিকার বন্ধ করতে হবে। পশু শিকার হলেও বন্যপ্রাণীদের লুপ্ত হয়ে যাবার এক বিশাল বড় কারণ। বিভিন্ন চোরাশিকারীদের উৎপাতের জন্যই বন্যপ্রাণীর সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। এমন অবস্থায় সরকারের উচিত কঠোর আইন প্রণয়নের মাধ্যমে শিকারকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া।
- এমন অনেক বন্যপ্রাণীর জাত রয়েছে, যাদের সংখ্যা খুবই কম এবং বিপদাপন্ন। আমাদের সকলের কর্তব্য এমন বিপদে পড়লো বন্যপ্রাণীর জাতকে সংরক্ষণ করে তাদের বংশবৃদ্ধি করে এই পৃথিবীতে তাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে সাহায্য করা। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এই সমস্ত কাজের সাথে বর্তমানে যুক্ত রয়েছেন।
- এছাড়াও আরেকটি বিষয় হলো বনভূমি সংরক্ষণ। বনভূমি হলো বন্যপ্রাণীদের আবাসস্থল। বনভূমি ব্যতীত বন্যপ্রাণীরা কখন সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না। তাই বন্যপ্রাণীদের বাঁচানোর জন্য আমাদের সকলেরই উচিত বনভূমিকে সংরক্ষণ করা।
Similar questions