India Languages, asked by bibekbanerjee43, 2 months ago

১.৩ স্কুলের হলঘরে তাঁবু খাটানাের দু-দিন পরে ঘটনাটা ঘটেছিল। কোন ঘটনার কথা বলা হয়েছে ?​

Answers

Answered by Anonymous
1

প্রদত্ত প্রশ্নটির উত্তর হল নিম্নরূপ -

  • উদ্ধৃত উক্তিটি তেৎসুকো কুরোয়ানাগি রচিত তোত্তচানের অ্যাডভেঞ্চার গল্প থেকে নেওয়া হয়েছে।
  • তোত্তোচানের এক বন্ধু ছিল যার নাম, ইয়াসুকি চান। এই ইয়াসুকি চান পোলিও রোগাক্রান্ত ছিল।
  • এমনাবস্থায় তোত্তোচান তার বন্ধু ইয়াসুকি চান-কে একটি গাছের উপর উঠবার আমন্ত্রণ জানিয়েছিল। পরে তোত্তো-চান ইয়াসুকি চানকে একটি মইয়ের সাহায্যে গাছে উঠতে সাহায্য করে। পরবর্তীতে তারা গাছে উঠে গল্প করতে থাকে।
  • তাদের এই গাছে ওঠার ঘটনার কথাই উদ্ধৃত উক্তিটিতে বলা হয়েছে।
Similar questions