Science, asked by hazrasubhashchandra, 5 hours ago

বিষয়
পরিবেশ ও বিজ্ঞান
১।
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
সংকেত লেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সােডিয়াম সালফেট।
বিভিন্ন খাবারে উপস্থিত ফাইটোকেমিক্যালস আমাদের কীভাবে সাহায্য করে?
মাটির কলসির জল ঠান্ডা থাকে কী করে তার ব্যাখ্যা দাও।
রােজ চাউমিন, এগরােল, পেস্ট্রি, বিরিয়ানি ইত্যাদি ফাস্টফুড জাতীয় খাবার খেলে কী কী ক্ষতি হতে পারে?
‘প্রত্যক্ষ সংযােগে বিক্রিয়া” বলতে কী বােঝায় ? প্রত্যক্ষ সংযােগ বিক্রিয়ার একটি উদাহরণ দাও।
জীবদেহে জলের যেকোনাে তিনটি ভূমিকা ব্যাখ্যা করাে।
81
৬​

Answers

Answered by riktasom134
8

Explanation:

1. সংকেত ম্যাগনেশিয়াম ক্লোরাইড MgCl

সোডিয়াম সালফেট Na2So4

2.ফাইটোক্যামিকেলস সাধারণত উদ্ভিদ জাতীয় খাবারয়ে সংগঠিত হয়। ফাইটোক্যামিকেল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ফ্রী রেডিক্যালগুলি নিরপেক্ষ করে এবং ক্ষয়ক্ষতির জন্য শক্তি সরিয়ে দেয়।

3. বাইরে বেরিয়ে আসা জল বাষ্পীভূত হয়ে উড়ে যেতে শুরু করে আই জল বাষ্পীভূত হওয়ার জন্য যে তাপমাত্রার প্রয়োজন হয় তা কলিসির ভেতর থেকে আসে। ফলে কলসির ভেতরের তাপমাত্রা কমে যায় এবং জল ঠান্ডা থাকে।

4. ফাস্টফুড এমন সমস্ত উপাদান থাকে যা আমাদের ওজন বাড়িয়ে দেয় এরফলে দেখা দিতে পারে ডায়াবেটিস ব্লাড সুগার এর মতো রোগ আমাদের কিডনিও ক্ষতিগ্রস্ত হতে পারে।

5. প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া হলো যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল সরাসরি যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন করে সেই রাসায়নিক বিক্রিয়াকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে

6. জীবদেহে জলের তিনটি ভূমিকা হলো

a. জল দেহের প্রোটোপ্লাজমকে সিক্ত করে ও সজীব রাখে।

b. জল দেহের কোশান্তর ব্যপন ও সহায়তা করে

c. জল কোষের বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে

Answered by mahisoni009
3

Answer:

plz joîn hkmbwchboz এবং বলুন যে আপনিও আমাকে ভালবাসেন

Similar questions