শীতের সন্ধ্যা।
গ্রামের বুকে ফাঁকা মাঠের ঠান্ডা হাওয়া লেগে গাছের পাতাগুলাে শিরশির
করে উঠছে। মানুষজন যার যা আছে তা-ই গায়ে জড়িয়ে আগুনের চারপাশ
ঘিরে বসেছে। বাড়ির ছেলেমেয়েরা উনুনের চারপাশে বসে ঠকঠক করে কাঁপছে।
বুড়ােরা মাথা নেড়ে বলছেন—এমন শীত নাকি অনেক দিন পড়েনি।
এক ভিখারি মেয়ে, কোলে একটি ছেলে নিয়ে পথ চলছে। দুরন্ত হাওয়ায়
ছেড়া কাপড়-পরা মেয়েটি কেঁপে উঠছে। তবু কোলের ছেলেকে গরম রাখার
জন্য ছেড়া কাপড়েই তাকে জড়িয়ে রাখছে বুকের মাঝে।
রায়দের চণ্ডীমণ্ডপের সামনে আগুন জ্বেলে অনেকে বসেছিল। মেয়েটি এসে
বলল, “বাবুরা, কেউ আমায় একখানি ছেড়া কাপড় দেবেন? ছেলেটার ঠান্ডা
লেগে জ্বর হয়েছে। একখানা ছেড়া কাপড় পেলে...."
Can u please translate it in english
Answers
Introduction :
Hello mate, I'm Gourav Debroy here to help you. I hope you're all well during this deadly pandemic situation with the blessings of God. Hope you'll be satisfied after getting this answer. Please mark me as brainliest and keep following me. Here's your answer :
Answer :
Winter evening.
The cold wind blows from the empty field in the heart of the village
Is doing. People are surrounded by fire with what they have
Sitting around. The children of the house are sitting around the oven and knocking.
The old people are shaking their heads and saying that it has not been such a long winter.
A beggar girl is walking with a boy in her lap. In strong winds
The girl, dressed in rags, is trembling. Still keeping Cole's son warm
He is wrapped in the middle of the chest in the clothes.
Many people were sitting in front of the Chandimandap of Ray when the fire was burning. The girl came
He said, “Babura, will someone give me a piece of cloth? The boy is cold
I have a fever. If you get a piece of cloth .... "
Please mark me as brainliest. Thanks!