ভারতে বর্তমানে অপ্রচলিত শক্তি ব্যবহারের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কেন?
Answers
Explanation:
শক্তির অপ্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য উৎসগুলি হল ---
১) সৌরশক্তি
২) বায়ুশক্তি
৩) জৈবভর বা জৈবসার থেকে পাওয়া শক্তি
৪) ক্ষুদ্র জলবিদ্যুৎ শক্তি
এ ছাড়াও আরও অন্যান্য উৎস হল জোয়ারভাটা থেকে প্রাপ্ত শক্তি, শহরের বিভিন্ন আবর্জনা থেকে প্রাপ্ত শক্তি, বায়োডিজেল থেকে প্রাপ্ত শক্তি ইত্যাদি।
সৌরবিদ্যুতের ব্যবহার
সৌরশক্তিকে সরাসরি বিদ্যুতে রূপান্তরিত করার জন্য প্রয়োজন সৌরকোষ বা সোলার ফোটোভোলটাইক সেল। বর্তমানে পৃথিবীতে আলো জ্বালানো, তেল উত্তোলন থেকে শুরু করে বিমান চালানো পর্যন্ত বহু রকমের কাজে সোলার পিভির ব্যবহার রয়েছে। আলো জ্বালানোর কাজে পিভি টেকনোলজির ব্যবহার সর্বাধিক জনপ্রিয়। সোলার টর্চ, সোলার লন্ঠন, সোলার হোম লাইটিং সিস্টেম প্রভৃতি বহু কাজে ব্যবহৃত হয়। সোলার পিভি লাইটিং সিস্টেমকে ইনডোর (লন্ঠন, হোম লাইট) ও আউটডোর (স্ট্রিট লাইট, গার্ডেন লাইট) দু’ ভাগে ভাগ করা যায়।
সোলার টর্চ
Answer:
ভারতে বর্তমানে অপ্রচলিত শক্তি ব্যবহারের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কেন?