History, asked by saptam713321, 1 month ago

সন্দেহ নাই মাত্র - কোন বিষয়ে কবির কোনো সন্দেহ নেই​

Answers

Answered by bestthe9510
10

Answer:

write in english

can't understand this

Answered by Anonymous
11

নিম্নলিখিত বিষয়ে কবির কোন সন্দেহ নেই -

  • উদ্ধৃত উক্তিটি বিখ্যাত কবি সুনির্মল বসু রচিত 'সবার আমি ছাত্র' কবিতা থেকে নেওয়া হয়েছে।
  • কবিতার নামানুসারেই এখানে কবি নিজেকে ছাত্র হিসেবে পরিগণিত করেছেন।কবির মতে সমস্ত বিশ্বই হল একটি বিশাল আকারের পাঠশালা, এবং এই বিশ্বের পাঠশালা থেকে যে শিক্ষা লাভ করা যায় তা কবিকে সারা জীবন ধরেই করে যেতে হবে। এই সারাজীবন ধরে বিশ্বের পাঠশালা থেকে শিক্ষা আহরণের ব্যাপারটি সম্বন্ধে কবির কোন সন্দেহ নেই।
  • মূলত এখানে কবি বোঝাতে চেয়েছেন যে পাঠ্যপুস্তকের বইয়ের পাতার সীমিত জ্ঞানের বাইরেও আমরা আমাদের আশেপাশের পরিবেশ ও প্রকৃতি থেকে শিক্ষা লাভ করতে পারি এবং প্রকৃতিদত্ত এই শিক্ষার পরিমাণ হলো অসীম, তা শিখতে সম্পূর্ণ জীবনই পার হয়ে যায়।

Similar questions