একাদশ শ্রেণী
বিষয় ঃ দর্শন
বাচনিক জ্ঞান বলতে কি বােঝ ? বাচনিক জ্ঞানের শর্তগুলি আলােচনা কর।
Answers
বাচনিক জ্ঞানের মূলতঃ তিনটি শর্ত আছে।
■ প্রথমতঃ, বচনটিকে সত্য হতে হবে।যদি কোনো ব্যক্তির এই বিশ্বাসেরা পক্ষে যুক্তি থাকে যে, বচনটি সত্য নয়, তা ঐ ব্যক্তির জ্ঞানকে তৎক্ষণাৎ
নস্যাৎ করে দেয়। যদি বচনটি সত্য না হয়, তাহলে ঐ বচনটির জ্ঞান হয়েছে- এ কথা বলা যায় না।
■ দ্বিতীয়তঃ, বচনটিকে কেবলমাত্র সত্য হলেই হবে না, বচনের সত্যতার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। একে “বিষয়গত প্রয়োজন” বলা হয়।কোনো বচনের প্রতি আমাদের মনোভাব এই যে, বচনটি কেবলমাত্র বিস্ময়জনক বা কল্পনামূলক নয়বচনটি যে সত্য তার প্রতি আমাদের সদর্থক বিশ্বাস আছে। “আমি বচনটিকে জানি” প্রতিপাদন করে যে, “আমি বচনটিকে বিশ্বাস করি”, যেহেতু জ্ঞানের পক্ষে বিশ্বাস একটি সংজ্ঞাগত বৈশিষ্ট্য। কিন্তু বচনটি সত্য হওয়ার পক্ষে বচনটিকে বিশ্বাস সংজ্ঞাগত বৈশিষ্ট্য নয়। বচনটি সত্য হতে পারে এমনকি যদি কোনো ব্যক্তিই বচনটিকে বিশ্বাস না করে।
■ তৃতীয়তঃ, বচনটি বিশ্বাসের পক্ষে প্রমাণ থাকা অবশ্যই দরকার। সুতরাং, আমাদের তৃতীয় যুক্তি হলো-সাক্ষ্য প্রমাণ।
Answer:
89
Explanation: