History, asked by proshantamondal1965, 2 months ago

দ্বৈতশাসন ব্যবস্থার প্রস্তাব,সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখ।?(২/৩ নম্বরের প্রশ্ন।দয়াকরে বাংলায় উত্তর দেবেন)​

Answers

Answered by chhandamishracm
1

Answer:

Ans::১৭৬৫ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে নবাব মিরজাফরের মৃত্যু হলে তার পুত্র নাজমুদ্দৌলা বাংলার নবাব হন। তিনি কোম্পানির সঙ্গে চুক্তি করে বাংলার প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্ক পরিচালনার অধিকার ছেড়ে দেন। ক্লাইভ বাংলার নবাবের সঙ্গে যে ব্যবস্থা গড়ে তােলেন তা দেওয়ানি ব্যবস্থা বা দ্বৈতশাসন নামে পরিচিত। এই ব্যবস্থার স্রষ্টা হলেন লর্ড ক্লাইভ।

Similar questions