বিবাহ বলতে কি বোঝায়? বিবাহের বিভিন্ন কার্যাবলিগুলো আলোচনা কর।
Answers
Answer:
2
Explanation:
Answer:
বিবাহ বলতে বোঝায়:
বিবাহ বা বিয়ে হল একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্যমে দু'জন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়।[১] বিভিন্ন দেশে সংস্কৃতিভেদে বিবাহের সংজ্ঞার তারতম্য থাকলেও সাধারণ ভাবে বিবাহ এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে দু'জন মানুষের মধ্যে ঘনিষ্ঠ ও যৌন সম্পর্ক সামাজিক স্বীকৃতি লাভ করে। কিছু সংস্কৃতিতে, যে কোন প্রকারের যৌন কর্মকাণ্ডে প্রবৃত্ত হওয়ার পূর্বে বিবাহ সম্পন্ন করাকে বাধ্যতামূলক হিসেবে পরামর্শ দেওয়া হওয়া অথবা বিবেচনা করা হয়। বিশদ বিবৃত সংজ্ঞার ভাষায় বলতে গেলে, বিবাহ হল একটি বৈশ্বিক সার্বজনীন সংস্কৃতি। বিবাহ সাধারণত কোন রাষ্ট্র, কোন সংস্থা, কোন ধর্মীয় কর্তৃপক্ষ, কোন আদিবাসী গোষ্ঠী, কোন স্থানীয় সম্প্রদায় অথবা দলগত ব্যক্তিবর্গের দ্বারা স্বীকৃত হতে পারে। একে প্রায়শই একটি চুক্তি হিসেবে দেখা হয়। সাধারণত আনুষ্ঠানিকভাবে ধর্মীয় অথবা ধর্মনিরপেক্ষ আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহ সম্পন্ন করা হয়। বৈবাহিক কার্যক্রম সাধারণত দম্পতির মাঝে সমাজ-স্বীকৃত বা আইনগত দায়িত্ববোধ তৈরি করে, এবং এর মাধ্যমে তারা বৈধভাবে স্বেচ্ছায় সন্তানসন্তানাদির জন্ম দিতে পারে।
বিবাহের বিভিন্ন কার্যাবলি:হিন্দু ধর্ম অনুযায়ী, বিবাহের মধ্য দিয়ে একটি পুরুষ ও একটি স্ত্রীলোক এই সংকল্প নেয় ও প্রতিশ্রুতি দেয় যে তারা সারা জীবন ধরে এমনকি সাত জন্ম ধরে একে অপরের সুখ দুঃখে, আনন্দ বেদনায়, বিপদ আপদে একে অপরের পাশে দাঁড়াবে, সব সমান ভাগ করে নেবে, সমব্যথী হবে। এক্ষেত্রে সন্তান ধারণ ও জৌনকর্ম সর্বদাই গৌণ উদ্দেশ্য বলে সব থেকে পরে অন্তরালে রাখা হয়। কারন সন্তান ধারণ সামাজিক প্রয়োজনেই শুধু প্রাধান্য পায়। নিজ বংশ বিস্তার কখনও প্রাধান্য দেওয়া হত না। এই প্রাথমিক সামাজিক ধরনার উপর ভিত্তি করে এই প্রথা চলেছিল। পরবর্তীকালে কিছু অসামাজিক তত্ত্ব গর্হীত ভাবে প্রাধান্য পায় ও গৌন অংশগুলি প্রাধান্য পেয়ে বর্তমান পর্যায়ে পৌঁছায়। সাধারন অর্থে ছেলেটি মেয়েটির সমস্ত পালনপোষণের দ্বায়িত্ব নেয় এবং মেয়েটি তাদের সংসারের খেয়াল রাখার দ্বায়িত্ব গ্রহণ করে। এইভাবে তারা দুই আলাদা আলাদা মানুষ এক হয়ে নিজেদের বংশ এগিয়ে নিয়ে যায়। বিবাহের লক্ষ হল সংসার ও সন্তানের লালনপালন করে বংশ এগিয়ে নিয়ে যাওয়া। আর এর জন্য একই সময়ে বাইরে থেকে দরকারী জিনিস উপার্জন করে আনা আর ঘরের ভেতরে সংসারের কাজ সামলাতে হয়। যেহেতু একজন মানুষ একই সময়ে এই দুটো কাজ করতে পারে না তাই দুটো কাজ দুজনের মধ্যে বন্টিত বয়ে যায়।যেহেতু পুরুষ বেশি বলবান হয় প্রাকৃতিকভাবেই আর মেয়েরা কোমল প্রকৃতির হয় এবং তাদের গর্ভে সন্তান জন্ম নেয় তাই বাইরে থেকে সংসারের জন্য প্রয়োজনীয় জিনিস উপার্জনের দ্বায়িত্ব পুরুষ নেয় আর ঘরে সংসারের দেখাশোনার দ্বায়িত্ব স্ত্রী নেয়।
এটি একটি বাংলা প্রশ্ন l
আরও দুটি বাংলা প্রশ্ন:
https://brainly.in/question/9179234
https://brainly.in/question/5630001