CBSE BOARD XII, asked by bijonghosh620, 1 month ago

সবুজ পত্র পত্রিকা কার সম্পাদনায় প্রকাশিত হয়​

Answers

Answered by nitashreetalukdar
16

Answer:

বিংশ শতাব্দির প্রথম ভাগে বাংলা ভাষায় অন্যতম প্রধান সাময়িক পত্রিকা ছিলো সবুজ পত্র। প্রমথ চৌধুরীর সম্পাদনায় এটি প্রকাশিত হতো।

Answered by simarahluwaliasimar
0

Answer:

প্রমথ চৌধুরী

Explanation:

সবুজপত্র  ছিল একটি উদারপন্থী এবং ঠাকুর-পন্থী বাংলা পত্রিকা। এটির নামকরণ করা হয়েছিল সবুজপত্র কারণ এর কভার পেজটি নন্দলাল বোসের আঁকা একটি সবুজ পামলিফ দ্বারা চিত্রিত হয়েছিল (অন্য কোন রঙ কখনও ব্যবহার করা হয়নি)। এটি প্রমথ চৌধুরী দ্বারা সম্পাদিত এবং প্রথম প্রকাশিত হয় 25শে বৈশাখ 1321 বিএস (এপ্রিল 1914)। এই ধরনের একটি জার্নাল প্রকাশের জন্য তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শ ও অনুপ্রাণিত হয়েছিলেন। সম্পাদক যে আদর্শে বিশ্বাস করতেন সেই আদর্শ ও মানকে সমুন্নত রাখতে পত্রিকাটি বিজ্ঞাপন ও ছবি এড়িয়ে চলে। প্রথম পর্যায়ে এটি 1329 বিএস (1922) পর্যন্ত প্রকাশিত হয়েছিল।

Similar questions