Geography, asked by Chitrali92561, 1 month ago

অপসারি পাতোসিমানা কে গঠনকারী পাতসিমানা বলার কারণ কেনো?

Answers

Answered by mahabubjahedi22
0

Answer:

আপসারি পাত সীমানা বরাবর 2 টি পাত পরস্পর বিপরীতে চলনের ফলে একে অপরের থেকে দূরে সরে যায়। ফলে দুটি পাতের মাঝে ফাটল বা ফাঁকা জায়গার তৈরি হয় সেই ফাটল বরাবর ভূঅভন্তর থেকে গলিত লাভ বাইরে বেরিয়ে আসে এবং সেই লাভ শীতল ও কঠিন হয়ে নতুন ভূমি গঠিত করে।সেই জন্যই অপসারি পাতোসিমানা কে গঠনকারী পাতসিমানা বলে। অপসারী পাত সীমানা বরাবর শৈলশিরা , সমুদ্র বক্ষের বিস্তার প্রভিতি ভূমিরূপ লক্ষ কইরা যায়।

Similar questions