Geography, asked by kaushik97631, 2 months ago

এল নিনো ও লা নিনা কিভআবে ভারতের মৌসুমি বায়ু কে প্রভাবিত করে

Answers

Answered by ivey66
2

Answer:

এল নিনো শব্দের অর্থ শিশু খ্রীষ্ট |গড়ে প্রায় দুই থেকে সাত বছর অন্তর ডিসেম্বর মাসে প্রশান্ত মহাসাগরের পেরু ও ইকুয়েডর উপকূল বরাবর প্রবাহিত দক্ষিণমুখী উষ্ণ স্রোত কে এল নিনো বলে |দক্ষিণ প্রশান্ত মহাসাগরের উষ্ণতা বৃদ্ধি মৌসুমী বায়ুকে প্রভাবিত করে| ভারতে মৌসুমী বায়ুর আগমনে বিলম্ব ঘটে | ভারতের প্রয়োজনের তুলনায় বৃষ্টিপাত অনেক কম হয় এবং খরার পরিবেশ সৃষ্টি হয়|

Explanation:

লা নিনা শব্দের অর্থ ছোট বালিকা |এল নিনোর বিপরীত অবস্থা হল লা নিনা| গড়ে প্রায় দুই থেকে সাত বছর অন্তর প্রশান্ত মহাসাগরে নিরক্ষরেখা বরাবর প্রবাহিত শীতল সমুদ্রস্রোত কে লা নিনা বলে |এর প্রভাবে ভারতে মৌসুমী বায়ু অতি সক্রিয় হয় এবং প্রবল বৃষ্টিপাত ঘটায় | তাই লানিনা সৃষ্টির বছরগুলিতে ভারতে অতিবৃষ্টির কারণে বন্যা সৃষ্টির সম্ভাবনা থাকে | এভাবে এল নিনো ও লা নিনার প্রভাব ভারতের মৌসুমী বায়ু উপর পড়ে |

Similar questions