History, asked by vaishnavipm2860, 2 months ago

পাল ও সেন মুখে কী কী ফসল চাষ হতো

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
1

পাল ও সেন যুগের প্রধান ফসল ছিল ধান। তাই তখনকার প্রধান খাদ্য ছিল ভাত।

সর্ষে ছিল দ্বিতীয় প্রধান ফসল। যা থেকে তেল তৈরি হয়।

এছাড়াও অন্য অনেক ফসল উৎপন্ন হতো। যেমন নানারকম ফল, আম, কাঁঠাল, কলা, ডালিম, খেজুর, নারকেল ইত্যাদি।

এছাড়াও কার্পাস বা তুলো, পান, সুপারি, এলাচ, মহুয়া, ইত্যাদি প্রচুর পরিমানে উৎপন্ন হতো।

সেই যুগে চাষ হওয়া কিছু ফসল যেমন - বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কাকরোল, আখ এখনও প্রচুর পরিমানে চাষ হয়ে থাকে।

Similar questions