India Languages, asked by debasishr65, 4 months ago

রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে কলকাতায় যাওয়ার দিন ফটিক মাখনকে কি কি দিয়ে যায়?​

Answers

Answered by koushik6181
2

রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে কলকাতায় যাওয়ার দিন ফটিক মাখনকে ছিপ, ঘুরি,লাটাই দিয়ে যায়

Explanation:

  • কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্পে ফটিক এর বাবা খুব অল্প বয়সে মারা যান। ফটিকরা ছিলেন দুই ভাই,ফটিক আর মাখন। ফটিক ছিল বর, দুরন্ত প্রকৃতির আর মাখন ছিল ছোট শান্ত প্রকৃতির। ফটিকের মা ছেলের ভাল ভবিষ্যতের জন্য,ফটিকে তার দাদার সাথে কলকাতার যাওয়ার ব্যবস্থা করেন ।ফটিক কলকাতা যাওয়ার আনন্দে,তার ভাই মাখনকে তার ছিপ, ঘুরি,লাটাই দিয়ে যায়

#SPJ3

Answered by barkinkar
1

রবীন্দ্রনাথ ঠাকুরের 'ছুটি ' গল্পের অন্যতম প্রধান চরিত্র ফটিক,তার মামা বিশ্বম্ভর বাবুর সাথে কলকাতায় যাবার সময় তার ছোট ভাই মাখনকে তার খেলার ঘুড়ি, লাটাই ও মাছ ধরার ছিপ দিয়ে যায়।

আরও তথ্য :

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'ছুটি' গল্পের অন্যতম প্রধান কেন্দ্রীয় চরিত্র ছিল ফটিক

খুব অল্প বয়সেই ফটিকের বাবা মারা যান ।

ফলে ফটিকের মায়ের পক্ষে ফটিককে শৈশবকালে সঠিক পরিচর্যা করা সম্ভব হয়নি।

এই কারণে ফটিক ক্রমশ বাউন্ডুলে হয়ে ওঠে।

অল্প বয়সেই সে হয়ে উঠেছিল গ্রামের সব থেকে দুরন্তদর্শী ছেলে। ছোট বড় সমস্ত দুষ্টু ছেলেদের সরদার হয়ে উঠেছিল সে।

প্রায়শই বাড়িতে নালিশ আসতো ফটিকের দুষ্টুমির জন্য।

ফটিকের মায়ের চিন্তা ক্রমেই বেড়ে উঠছিল।

এমন সময় হঠাৎ একদিন ফটিকের মামা বিশ্বম্ভর বাবুর আগমন ঘটে।

বিশ্বম্ভর বাবু সবকিছু দেখে ও শুনে ফটিকের মা অর্থাৎ তার বোনের দুঃখ লাঘব করার জন্য ফটিককে শহরে নিয়ে যাওয়া সিদ্ধান্ত নেয়।

কিন্তু শহরে গিয়ে ফটিকের সমস্যা আরো বেড়ে যায়।

ফটিকের মামিমা ফটিক কে সহ্য করতে পারে না।

ফটিক যতই চেষ্টা করে তার মামিমার কাছে ভালো ছেলে হয়ে ওঠার কিন্তু তা সম্ভাবকর হয়নি।

কবি রবীন্দ্রনাথ ঠাকুর ' ছুটি ' গল্পে ফটিক চরিত্রটি কে এমন ভাবে উপস্থাপনা করেন যে পাঠক বর্গের মনে করুন রসের উদ্বেগ ঘটে।

#SPJ3

Similar questions