India Languages, asked by rakhibulmandal267, 2 months ago

মীনা বৃষ্টিতে স্নান করতে পারতাে না কেন? ক) জ্বর হয়েছিল বলে ? উঃ খ) কাশি হয়েছিল বলে ? উঃ​

Answers

Answered by akpathak837
2

Answer:

it's Gujarati language.

Answered by Swarup1998
2

মীনা বৃষ্টিতে স্নান করতে পারল না। কারণ -

খ) কাশি হয়েছিল বলে।

ব্যাখ্যা:

পূণ্যলতা চক্রবর্তী রচিত 'বাদলে দিনে' গল্পে মীনা ও বীণা দুইবোনের ছোট্ট একটি গল্প ফুটে উঠেছে। বৃষ্টির দিনে বীণা গুন গুন করে 'সকাল বেলার বাদল আঁধারে' গানটি গাইছিল। দিদিকে থামিয়ে মীনা জানায় যে সে তো কাঁদতে চায় এমন একটা দিনে।

যাইহোক আমরা গল্পে এটাও পাই যে নন্দ মজা করে বৃষ্টিতে ভিজে স্নান করতে পারলেও মীনা তা পারল না। কারণ আগের দিন তার একটু কাশি হয়েছিল। এতে করে তার একটু মনখারাপও হল।

Similar questions