India Languages, asked by subhajitmajhi75, 2 months ago

'কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাঁধল।' - কোন পরিপ্রেক্ষিতে এই মুশকিল বেঁধেছিল এবং তার কারণ কী ছিল? কোন পাঠ্য​

Answers

Answered by suhanipoddar500
7

Answer:

I am not understanding this language

Answered by Anonymous
12

প্রদত্ত প্রশ্নগুলির উত্তর হল নিম্নরূপ -

  • উদ্ধৃত অংশটি বিশ্ব বিখ্যাত লেখক এবং সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কর্তার ভূত নামক গল্প থেকে নেওয়া হয়েছে।
  • গল্পে যে ভূতগ্রস্ত দেশের কথা বর্ণনা করা রয়েছে তার মধ্যে, সকলেই কোনরকম প্রতিবাদ ছাড়াই চোখ বন্ধ করে ভূতের শাসনেই মজে ছিলো।
  • এখানে যে মুশকিলের কথা বলা হয়েছে তাহলো অন্যান্য সজাগ দেশকে তখনও 'ভূতে' পায়নি। এই সজাগতা হলো ভূত শাসনতন্ত্রের বিরুদ্ধে এক বড় বাঁধা এবং ভবিষ্যতের জন্য সমূহ আশঙ্কা।
  • এই গল্পটি প্রধানত রূপক ধর্মী। এখানে ভূত শাসনতন্ত্রে আচ্ছন্ন দেশ বলতে ব্রিটিশ শাসনাধীন ভারতের কথা বলা হয়েছে এবং সজাগ দেশ যেখানে ভূত শাসনতন্ত্র কায়েম হয়নি সেটি বলতে উপনিবেশিক শক্তির থেকে স্বাধীনতা লাভকারী দেশের কথা বলা হয়েছে।
  • অন্যান্য স্বাধীন দেশের স্বাধীনতাকে দেখে এই পরাধীন দেশের স্বাধীনতার স্বপ্নের বীজ বপন হওয়ার আশঙ্কাই এখানে মুশকিল হিসাবে অভিহিত করা হয়েছে।
Similar questions