Computer Science, asked by palnibedita31, 5 hours ago

ফ্লেক্সর ও এক্সটেনসর পেশির কার্যপদ্ধতি পরস্পরের বিপরীতধর্মী’—উপযুক্ত উদ্দ্যরণের সাহায্যে ব্যাখ্যা করো. ​

Answers

Answered by MrBhukkad
0

Explanation:

ফ্লেক্সর ও এক্সটেনসর পেশির কার্যপদ্ধতি পরস্পরের বিপরীতধর্মী’—উপযুক্ত উদ্দ্যরণের সাহায্যে ব্যাখ্যা করো.

Answered by Anonymous
5

প্রদত্ত প্রশ্নগুলির উত্তর হল নিম্নরূপ -

  • ফ্লেক্সর পেশী দুটি অস্থিকে পরস্পরের কাছে আসতে সাহায্য করে, অন্যদিকে এক্সটেনসর পেশী কোন ভাঁজ হওয়া অঙ্গকে খুলে দিয়ে দুইটি অস্থিকে পরস্পরের থেকে দূরে যেতে সাহায্য করে। অতএব, এই দুই ধরনের পেশীর কাজ পরস্পরের বিপরীত ধর্মী।
  • উদাহরন হিসাবে আমরা বাইসেপ পেশী ও ট্রাইসেপ পেশীর কথা উল্লেখ করতে পারি।
  • বাইসেপ পেশী আমাদের কনুইয়ের সন্ধিকে ভাঁজ করিয়ে পরস্পরের কাছে আসতে সাহায্য করে, অতএব এটি একটি ফ্লেক্সর পেশী। অন্যদিকে, ট্রাইসেপ পেশী আমাদের হাত সোজা করতে সাহায্য করে অর্থাৎ এখানে একটি ভাঁজ হওয়া অঙ্গ খুলে গিয়ে দুইটি অস্থি (হিউমেরাস ও রেডিয়াস) পরস্পরের থেকে দূরে চলে যায় তাই এটি একটি এক্সটেন্সর পেশী। এবং, এদের কার্যপ্রণালী পরস্পরের থেকে বিপরীত।
Similar questions