Math, asked by nandyraja2012, 5 hours ago

সবাধিক কত জনের মধ্যে ২২টা লিচু ও ৬৬টা কালোজাম সমান ভাগে ভাগ করা যাবে?

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
6

২২ ও ৬৬ গ.সা.গু. করে পাই

২২ = ২ x ১১

৬৬ = ৩ x ২ x ১১

দেখা যাচ্ছে যে ২২ ও ৬৬-এর মৌলিক উৎপাদকগুলোর মধ্যে সাধারণ মৌলিক উৎপাদক ২ ও ১১

সুতরাং ২২ ও ৬৬-এর গসাগু

= ২ x ১১ = ২২

অতএব, সর্বাধিক ২২ জনের মধ্যে লিচু ও কালোজাম ভাগে ভাগ করে দেওয়া যাবে।

প্রত্যেকে লিচু পাবে (২২ ÷ ২২)টি = ১টি

প্রত্যেকে কালোজাম পাবে (৬৬ ÷ ২২) টি = ৩টি

Similar questions