History, asked by akhimajhi613, 2 months ago

২. ‘হে ভারতের শ্রমজীবী!'—শ্রমজীবীদের সম্বােধন করে প্রাবন্ধিক কী বলেছেন? ৩. ‘পড়শি যদি আমায় ছুঁত...'-পড়শি’র পরিচয় দাও। তার স্পর্শে বক্তার মধ্যে কোন্ লক্ষণী . ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়াে’গল্পে মাকড়সায় রূপান্তরিত হয়ে যাওয়া মেয়েটি guruto nidharon koro​

Answers

Answered by sajalmondal087
17

Answer:

2. স্বামী বিবেকানন্দের পরিব্রাজক গ্রন্থের অন্তর্গত সুয়েজ খালে হাঙ্গর শিকার প্রবন্ধে ভারতের অতীত ঐতিহ্য সম্পর্কে লেখক ভারতীয় শ্রমজীবীদের মাহাত্ম্য উল্লেখ করেছেন প্রথমে স্বামীজি শ্রমজীবীদের অনলস পরিশ্রমের কথা ।

3, লালন ফকিরের বাড়ির কাছে আরশিনগর কবিতাটি একটি বাউল গান বাউল দর্শন অনুযায়ী মানব শরীরের মধ্যে ঈশ্বরের বাসা এই ঈশ্বর হলো মানুষের অন্তর আত্মা অর্থাৎ তার একান্ত আপন মনের মানুষ। আলোচ্য গানটিতে কবি এই মনের মানুষকে কবি আরশি নগরে বসতকারী "পড়শী" বলে অভিহিত করেছেন।

পড়শীকে দেখার জন্য কবি আকুল হয়ে উঠেছেন কিন্তু সে এমন জায়গায় বসবাস করে যে তার কাছে পৌঁছানো খুবই কঠিন গ্রামের চারিপাশে অগাধ জলরাশি কবি সেই জলরাশি অতিক্রম করে যেতে পারেন না কারণ সেই জলো রাশির কোন কুল কিনারা নেই

Answered by debkumarhembram8
0

Answer:

2. শ্রমজীবীদের প্রতি লেখক এর শ্রদ্ধা: ও বউজ্ঞ এত এই সকল জনসাধারণের প্রতি অবহেলা দেখে স্বামীজি পত্রিকার সম্পাদক ত্রিগুনাতিতানন্দজিকে লিখেছেন "তোমাদের পিতৃপুরুষ দুখানা দর্শন লিখেছেন, দশ খানা কাব্য বানিয়েছেন, দশটা মন্দির করেছেন—তোমাদের ডাকের চোটে গগন ফাটছে; আর যাদের রুধিরস্রাবে মনুষ্যজাতির যা কিছু উন্নতি—তাদের গুনগান কে করে?" এ দেশেও চিরকাল তথাকথিত কিছু কীর্তিমানদেরই সম্মান প্রদর্শন করা হয়। কিন্তু সভ্যতার ধারক ও বাহক শ্রমজীবী জনসাধারণকে তাদের প্রাপ্য স্বীকৃতিটুকু কেউ কোনদিনও দেয় না বা দেয়নি। এই কারণে লেখক পদদলিত শ্রমজীবীদের প্রণাম জানিয়ে আমাদের চেতনাকে জাগ্রত করতে চেয়েছেন।

Similar questions