History, asked by moumitagoswamirinku, 5 hours ago

তহাসের ধারণা সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালােচনা প্রতিরােধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (৩ অথবা ৪ টি বাক্যে) স্মৃতিকথা কীভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার হতে পারে উদাহরণ সহ লেখাে। বাংলার নবজাগরণ ছিল কলকাতা শহর কেন্দ্রিক মন্তব্যটি বিশ্লেষণ করাে । চুয়াড় বিদ্রোহকে ‘চুয়াড় বিপ্লব’ বললে কেন ভুল বলা হবে? তের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করাে ও নাম লেখাে : তাল বিদ্রোহের এলাকা, ফরাজি আন্দোলনের কেন্দ্র, কোল বিদ্রোহের এলাকা, মুস্তা হে র এলাকা। তথ্য সহযােগে নীচের ছকটি পূরণ করাে : সম্পাদক সমরকাল​

Answers

Answered by gouravgupta65
3

Answer:

ক) নিচের প্রশ্নগুলির উত্তর দাও। (৩ অথবা৪ টি বাক্যে)

১. স্মৃতিকথা কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে উদাহরণ সহ লেখ।

উত্তর: ইতিহাস লেখার জন্য বিভিন্ন উপাদান ব্যবহার করতে হয়। তারমধ্যে লিখিত উপাদান হলো বিশেষ গুরুত্বপূর্ণ। তৎকালীন ইতিহাস রচনার ক্ষেত্রে গুলির গুরুত্ব অপরিসীম।

স্মৃতিকথা ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। উদাহরণ হিসেবে বলা যায়-রবীন্দ্রনাথ ঠাকুরের "জীবনস্মৃতি" গ্রন্থটি রবীন্দ্রনাথের ব্যক্তি ইতিহাস ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ উপাদান। এই গ্রন্থ থেকে রবীন্দ্রনাথের ছোট বেলার শিক্ষারম্ভ, ঠাকুরবাড়ির বর্ণনা, সাহিত্যচর্চার কথা জানা যায়।

২. বাংলার নবজাগরণ ছিল কলকাতা শহর কেন্দ্রিক- মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর: উনিশ শতকে বাংলায় সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে যে মৌলিক পরিবর্তন ঘটে তাকে বাংলার নবজাগরণ বলে গণ্য করা হয়। এই নবজাগরণের উদ্ভব হয়েছিল কলকাতায়।

উনিশ শতকে নবজাগরণ কলকাতা কে কেন্দ্র করে গড়ে উঠেছিল।উনিশ শতকে বাংলায় নবজাগরণের ফলে পাশ্চাত্য শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের চর্চা, ধর্মীয় উদারতা, সমাজ সংস্কার, আধুনিক সাহিত্য প্রভৃতির ক্ষেত্রে প্রভূত অগ্রগতি ঘটেছিল। মূলত বাংলায় নবজাগরণের সূচনা হয় রাজা রামমোহন রায়ের সময় থেকে এবং শেষ ধরা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কালে।

৩. "চুয়াড় বিদ্রোহ" কে "চুয়াড় বিপ্লব" বললে ভুল হবে কেন?

উত্তর: চুয়াড় ছিল বাংলার এক আদিবাসী সম্প্রদায়। তারা বর্তমান মেদিনীপুর জেলার উত্তর পশ্চিমাংশ এবং বাঁকুড়া জেলার দক্ষিণ পশ্চিমাংশে বাস করত।

অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে চুয়াড়রা ইংরেজদের শাসন ও অত্যাচারের বিরুদ্ধে যে বিদ্রোহ শুরু করে তা "চুয়াড় বিদ্রোহ" নামে পরিচিত।

চুয়াড়রাই শুধুমাত্র এই আন্দোলনে যোগ দেয়। উচ্চপদস্থ মানুষ এই বিদ্রোহে যোগ দেয়নি। এছাড়াও এই বিদ্রোহের প্রভাব ছিল সীমিত এলাকায়।

ব্রিটিশ সরকার চুয়াড় বিদ্রোহ দমনের জন্য বিভিন্ন কূট কৌশল প্রয়োগ করেন। তারা বিভেদ নীতির প্রয়োগ করে চুয়াড় সরদার ও পাইকদের পুলিশের কাজে নিয়োগ করে বিদ্রোহীদের নিস্তেজ করে দেয়। এভাবে অর্থের দ্বারা স্বাধীন চুয়াড়দের ক্রয় করে ব্রিটিশ সরকার "চুয়াড় বিদ্রোহ" দমন করে। তাই সবদিক থেকে বিচার করে বলা যায় "চুয়াড় বিদ্রোহ" কে "চুয়াড় বিপ্লব" বললে ভুল হবে।

Answered by Itzpureindian
2

Explanation:

cell is fundamental structural and functional unit

Attachments:
Similar questions