History, asked by RISHIKESHCHOWDHURY43, 7 hours ago

মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও ইতিহাস সপ্তম শ্রেণি ১. ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা। ২. ১. ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : সেনযুগে বৌদ্ধধর্মের প্রচার ও প্রসার উক্তিটির সপক্ষে দুটি বা তিনটি বাক্য লেখাে। প্রাচীন বাংলার যে অঞ্চল ও নদী গুলির নাম তুমি দ্বিতীয় অধ্যায়ে পড়েছে, তার একটি তালিকা তৈরি করে। ভারতের সামন্ততন্ত্রকে একটি ছবি এঁকে বর্ণনা করে। সামন্ততন্ত্রকে ব্যাখ্যা করতে ত্রিভুজ না পিরামিডের আকৃতিই চেনা জরুরি ? দুটি অথবা তিনটি বাক্যে লেখাে। পাল ও সেন যুগে কী কী ফসল চাষ হত তার একটি তালিকা তৈরি করে।কমে গিয়েছিল - এই সেই ফসলগুলির কোন কোনটি এখনাে চাষ ২. রা হয় ?​

Answers

Answered by BrundansaiCH
0

মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও ইতিহাস সপ্তম শ্রেণি ১. ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা। ২. ১. ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : সেনযুগে বৌদ্ধধর্মের প্রচার ও প্রসার উক্তিটির সপক্ষে দুটি বা তিনটি বাক্য লেখাে। প্রাচীন বাংলার যে অঞ্চল ও নদী গুলির নাম তুমি দ্বিতীয় অধ্যায়ে পড়েছে, তার একটি তালিকা তৈরি করে। ভারতের সামন্ততন্ত্রকে একটি ছবি এঁকে বর্ণনা করে। সামন্ততন্ত্রকে ব্যাখ্যা করতে ত্রিভুজ না পিরামিডের আকৃতিই চেনা জরুরি ? দুটি অথবা তিনটি বাক্যে লেখাে। পাল ও সেন যুগে কী কী ফসল চাষ হত তার একটি তালিকা তৈরি করে।কমে গিয়েছিল - এই সেই ফসলগুলির কোন কোনটি এখনাে চাষ ২. রা হয় ?

Answered by subhadipkoner8
1

পাল পাল যুগের মত সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার ঘটেনি। কারণ -

i) সেন যুগের ধর্ম: সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকে প্রাধান্য দিতেন । ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে বৈদিক ধর্ম এই দুই মিশ্রন ঘটেছিল। ইন্দ্র ,অগ্নি ,কুবের ,সূর্য ,বৃহস্পতি ,গঙ্গা-যমুনা, মাতৃকা , শিব , বিষ্ণুর পূজা করা হতো। সেন রাজাদের মধ্যে লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব তবে তার পূর্বসূরিরা ছিলেন শৈব।

ii) ব্রাহ্মণদের প্রাধান্য: বৌদ্ধ ধর্মের অস্তিত্ব থাকলেও বৌদ্ধরা আগেকার যুগের মত সুযোগ সুবিধা পেত না। ব্রাহ্মণরাই সমাজপতি হিসাবে সুবিধা ভোগ করতো। আবার ব্রাহ্মণদের মধ্যে একাধিক উপবিভাগ ছিল । অ- ব্রাহ্মণদের সবাইকে সংকর হিসাবে ধরা হতো ব্রাহ্মণরা অব্রাহ্মণদের কাজ করতে পারত।

২) প্রাচীন প্রাচীন বাংলার অঞ্চল ও নদী গুলির নাম নিম্নলিখিত -

প্রাচীন প্রাচীন বাংলার অঞ্চল:- ১)বঙ্গ, ২)বঙ্গাল, ৩)বীরেন্দ্র, ৪)পুন্ড্র, ৫)হরিকেল,৬)গৌড়, ৭)সমতট, ৮)রাঢ়

প্রাচীন বাংলার নদী:- ১)ভাগিরতি , ২)পদ্মা নদী , ৩)মেঘনা নদী , ৪)করোতোয়া নদী , ৫)অজয় নদ , ৬)দামোদর নদ , ৭)কাঁসাই নদী

৩) ভারতের সামন্ত্রতন্ত্র:-

মধ্যযুগে ভারতের সামন্ত ব্যবস্থা গড়ে উঠেছিল। সামন্ত ব্যবস্থা রাজা তার রাজ্যের জমি নির্দিষ্ট রাজস্ব দেওয়ার শর্তে কয়েকজন বিশ্বস্ত অধঃস্তন ব্যক্তির মধ্যে ভাগ করে দিতেন। তিনি আবার তার এলাকার জমি কয়েকজন ব্যক্তির মধ্যে ভাগ করে দিতে পারতেন। কৃষক ও রাজার মাঝে কয়েকটি স্তরে ভাগ করে রাজস্ব আদায় ও শাসন পরিচালনার ব্যবস্থা কে সামন্ত ব্যবস্থা বলা হয়।ভারতের সামন্ত ব্যবস্থা ছবি আঁকতে গেলে ত্রিভুজের মত দেখায়।

কারণ-

i) সর্বোচ্চ সর্বোচ্চ স্থানে থাকতেন এক রাজা।

ii) আরআর নিচের স্তরে থাকতেন তার অধস্তন সামন্তরা তার নীচের স্তরে থাকেন তাদের অবস্থান উপ সামন্তরা। এইভাবে ধাপে ধাপে বাড়তে বাড়তে শেষের স্তরে থাকে সংখ্যাগরিষ্ঠ কৃষকরা।

৪) পাল পাল ও সেন যুগের বাঙালির খাওয়া-দাওয়া:-

পালপাল ও সেন যুগের বাঙালি খাওয়া-দাওয়া বিবরণ সেই সময়ে রচিত বিভিন্ন গ্রন্থ থেকে পাওয়া যায়।

ভাত: বাংলার প্রধান ফসল ছিল ধান । তাই বাঙালির প্রধান খাদ্য ছিল ভাত। ঘি দিয়ে গরম ভাত বাঙালির প্রিয় খাদ্য ছিল।

শাকসবজি: সেইসেই সময় বাংলার যেসব শাকসবজি উৎপন্ন হতো তার মধ্যে প্রধান ছিল - নাতার শাক , লাউ, কুমড়ো , ঝিঙে, বেগুন , কচু , কাকরোল প্রভৃতি বাঙ্গালীদের নিত্যদিনের খাবার। তবে পর্তুগিজরা এ দেশে আসার পর তাদের কাছ থেকে বাঙালিরা আলু খেতে শিখেছি।

মাছ: বাংলার বাংলার নদী ,নালা ও পুকুরে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যেত। যেমন -পুষ্টি ,মৌরলা, রুই,শোল প্রভৃতি। সমুদ্র সমুদ্র সংলগ্ন নদীতে ইলিশ মাছ পাওয়া যেত।

মাংস: মাছের মতো মাংস বাঙালির প্রিয় খাদ্য ছিল। বাঙালি সমাজের সবাই না খেলেও অনেককে কচ্ছপ, শামুক, হরিণের মাংস ,ছাগলের ও বিভিন্ন পাখির মাংস খেত।

দুধ: বাঙালি দুধ ও দুধের তৈরি দই পায়েস খেতে খুব পছন্দ করত।

Similar questions