India Languages, asked by aditya51054s, 2 months ago

মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বাংলা।
ষষ্ঠ শ্রেণি
নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে :
১. ‘বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ?
- কে, কাকে একথা বলেছেন? তাঁর একথা বলার কারণ কী?
২. তাই তারা স্বভাবতই নীরব।
বক্তা কে? কাদের সম্পর্কে, কেন তিনি একথা বলেছেন ?
-
৩, বাচ্চাদের জন্য খাদ্য সতি রেখেই সে খালাস।
কোন্ রচনার অংশ? কাদের সম্পর্কে আলােচনা প্রসঙ্গে লেখক এমন মন্তব্য করেছেন? তাঁর এমন মন্তব্যের
কারণ কী?
৪. ‘অচল পেতে বিশ্বভুবন
ঘুমােচ্ছে এইখানে।
-
কবির এমন অনুভবের কারণ বুঝিয়ে দাও।
৫. বরফের দেশের পাইনগাছ মরুভূমির পামগাছের স্বপ্ন দেখেছে কেন?
৬. ব্যুৎপত্তিগত অর্থ বলতে কী বােঝায়?
৭. সিদ্ধ / মৌলিক শব্দের দুটি উদাহরণ দাও।​

Answers

Answered by ankitaanindita156
4

Answer:

বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ?- কে, কাকে একথা বলেছেন? তার একথা বলার কারণ কী ?

1)উত্তর :- ক্লাস চলাকালীন শংকর অন্যমনস্ক ছিল শিক্ষক মশাই বিভীষণ দাসের প্রশ্নে ঘাবড়ে যায় এবং কাল্পনিক উত্তর দেয়। তখন মাস্টারমশাই এই উক্তিটি করেন।

2)উত্তর:- পশু পাখির ভাষা প্রবন্ধে এই মন্তব্য করা হয়েছে। জঙ্গলের পশুদের নীরব থাকার কথা বলা হয়েছে।পােষা জন্তুরা চিৎকার করে। কিন্তু বন্য জন্তরা নীরব থাকে। কারণ তারা আত্মরক্ষার চিন্তা করে বেশি।

3)উত্তর:- গােপাল চন্দ্র ভট্টাচার্য রচিত কুমােরে পােকার বাসাবাড়ি থেকে গৃহীত কুমােরে পােকার সম্বন্ধে এই কথা বলা হয়েছে। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরই যাতে সে খাবার পায় তার ব্যবস্থা আগেই সে করে রাখে এবং সে দায়িত্ব হীন বলে মনে করে এজন্য এমন মন্তব্য।

4)উত্তর:- নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভরদুপুরে কবিতায় কবি এমন মন্তব্য করেছেন। গ্রীষ্মের দুপুরে সময় যেন থমকে আছে। গৃহস্থরা নিদ্রাচ্ছন্ন এবং নাগরিক জীবনের কর্মচাঞ্চল্যহীন। সারাবিশ্ব যেন বিশ্রামে বিভাের। তাই এই মন্তব্য।

5)উত্তর :- পাইন গাছ মরুভূমির স্বপ্ন দেখছিল তার কারণ পাইন গাছ চায় পাম গাছ যেমন তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে দাঁড়িয়ে রয়েছে মরু তটে এবং সেই দেশে যেখানে প্রভাতে সূর্য উঠে।

6)উত্তর :- ব্যুৎপত্তিগত অর্থ বলতে কী বোঝায় বিশেষভাবে বিশ্লেষণ করা ।

7)উত্তর:- মৌলিক শব্দের দুটি উদাহরণ হলো - লাল,নিল,সাদা,হাত,পা, ইত্যাদি ।

Similar questions